যৌন নিপীড়নের অভিযোগে হাবিপ্রবি শিক্ষকের বহিষ্কার দাবি

  31-07-2019 07:11PM

পিএনএস ডেস্ক : যৌন নিপীড়নের অভিযোগ উঠা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক মো. রমজান আলীর চূড়ান্ত বহিস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। আজ বুধবার দিনাজপুর লোকভবন চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক মো. রমজান আলীর চূড়ান্ত বহিস্কারের দাবিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে তারা।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জয়নুল আবেদীন।

প্রতিবাদ সমাবেশে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. মারুফা বেগমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক উদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, ইনস্টিটিউট-এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নাট্য সমিতির সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বাদল, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সত্য ঘোষ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আওয়াল খোকা, নিসচা-এর সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন