চবি ও রাবির অধীনে গেল সরকারি ৯ কলেজ

  04-04-2024 11:17PM

পিএনএস ডেস্ক : রাজশাহী জেলার চারটি সরকারি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্তকরণের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে একটি প্রতিবেদন পাঠাতে হবে।

একই বিজ্ঞপ্তিতে আরও পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তকরণের নির্দেশনা দেয়া হয়েছে। কলেজগুলো হলো, চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন