আমার ছাত্র নবীন কবি: রাসেল আহমেদ এর কবিতা ভোলানাথ

  11-01-2017 10:08PM

পিএনএস, রাসেল আহম্মেদ:

হাসির রাজা ভোলানাথ,
হাসিয়ে সব করে মাত
রাগ করে সে বিরানি খায়,
ঘরেতে খায়না ভাত।

সারা দিন ঘুমায় সে,
ডাকবে তারে কেবা।
বন্ধুদের বলে শুধু,
করবে দেশের সেবা।

মুখে বড় বড় কথা
নষ্ট করে থামান লোকের মাথা
ঘুমিয়ে কাটায় দিনরাত।
ও সে হাসির রাজা ভোলানাথ।

কঙ্কালের নাচ দেখে সে,
শুনে মুর্দার গান।
ভূতের সাথে সারা রাতি কাটে নাকি ধান।
জগড়া হলে লুকিয়ে বলে কে পারবে আমার সাথ।
ওসে হাসির রাজা ভোলানাথ।

তিড়িং বিড়িং চিরিং করে
গ্রাম জুরে সভা করে
রাস্তা কেটে করবে খাল
নেতা হলে চিরকাল মানুষ মেরে খাবে ভাত।
ও সে হাসির রাজা ভোলানাথ।

ভোলানাথ কিছু মনে রাখেনা
কোন কিছু ভুলে না
গঙ্গা জ্বলে নৌকা দুলে
সে কিন্তু দুলে না।
আলোতে সে আধাঁর খুজে
আধাঁরে আলো খুজে না।
কিছু বললে ফিক ফিক করে
দেখায় শুধু ফোকলা দাঁত।
ওসে হাসির রাজা ভোলানাথ।

হাজার রকম ভোলানাথে
ভরে গেছে দেশ।
অযোগ্যা আজ দেশের নেতা
যোগ্যর খেলা শেষ।
যার আছে সে আরো
পাবে মরবে গরীব দিনরাত।
ওসে হাসির রাজা ভোলানাথ।

-রাসেল আহম্মেদ
বি বি এ চতুর্থ বর্ষ
নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন