সুখবর! সিরিজ খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া

  18-10-2016 06:46PM

পিএনএস,ডেস্ক: আইসিসির মাসিক সভা। সেখানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করা হয়েছে বলেও বিসিবি সূত্রে জানা গেছে। নিরাপত্তা ব্যাবস্থা ভালো থাকায় ঢাকা আসার সুখবর দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম।

আগামী বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সিরিজের তারিখ এখনও ঠিক হয়নি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।প্রসঙ্গত, তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। ওয়ানডে সিরিজ শেষ হলেও আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

ঢাকায় আসার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি থেকে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য একটি প্রতিনিধিদল ঢাকায় এসে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে।এরপরই ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পা রাখে। তবে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক সিরিজ খেলতে ঢাকায় আসতে অস্বীকৃতি জানান।

এর আগে গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকায় আসার কথা ছিল। সিরিজে দুটি টেস্ট খেলার কথা ছিল তাদের। তবে নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে ক্রিকেটারদের ঢাকায় পাঠায়নি অস্ট্রেলিয়া।

ওই বছর যুব বিশ্বকাপেও অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেনি। তাদের পরিবর্তে বিশ্বকাপ খেলতে ঢাকায় এসেছিল আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।




পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন