এবার ইমরুলের বিশ্বরেকর্ড!

  15-01-2017 10:59AM

পিএনএস ডেস্ক: ওয়েলিংটন টেস্টে মুশফিকুর রহিমের চোটের কারণে বাংলাদেশের পক্ষে কিপিং করছেন ইমরুল কায়েস। আর তাতেই উইকেটকিপার হিসেবে ইমরুল রেকর্ড গড়ে ফেললেন। নিজের নাম তুললেন ক্রিকেট ইতিহাসের পাতায়। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটের পেছনে তিনি নিয়েছেন মোট পাঁচটি ক্যাচ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ইনিংসে কোনো বদলি কিপার ৫ ক্যাচ নিলেন।

বাংলাদশের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করেছেন ইমরুল। আগের দিন জিত রাভালের ক্যাচ নিয়ে ইমরুলের শুরু। এরপর নিয়েছেন কেন উইলিয়ামসনের ক্যাচ। চতুর্থ দিন নিলেন কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ। তো ছিল অসাধারণ। লেগ স্টাম্পের বাইরে মাহমুদউল্লাহর বাজে বলটিতে যেভাবে বিজে ওয়াটলিংয়ের ক্যাচটি নিয়েছেন, সেটি দেখে গর্ব করবে যে কোনো বিশেষজ্ঞ কিপার। সর্বশেষ নিল ওয়েগনারের ক্যাচ নিয়ে পূর্ণ করেছেন পঞ্চম ডিসমিসাল।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন