আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে শঙ্কিত ছিলেন মালান

  27-06-2017 09:43PM

পিএনএস ডেস্ক : বয়স ৩০ এর কোট ছুঁই ছুঁই। সে সময়ে হল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। অভিষেকেই করলেন বাজিমাত। ৪৪ বলে খেললেন ৭৮ রানের এক ঝড়ো ইনিংস। তাতে তার দলও পেল জয়। বলছি দাওয়িত মালানের কথা। ২৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয়। অভিষেক ম্যাচেই হন ম্যাচসেরা। ইংলিশ এ ক্রিকেটার জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক আদৌ হবে কিনা কিংবা আন্তর্জাতিক ক্রিকেট তিনি আদৌ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কিত ছিলেন।

এ বিষয়ে মালান বলেন, ‘আমি কখনোই ভাবিনি যে এমন দিন আমার জন্য আসবে। আমি আসলে আমার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে শঙ্কিত ছিলাম। আদৌ খেলতে পারব কিনা দ্বিধায় ছিলাম। আড়াই মাস আগে নর্থ বনাম সাউথের ম্যাচে আমি ভালো পারফরম্যান্স করি। তখন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেসের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়। এরপর অ্যাডামকে আমি একদিন বলেছি যে আমি আর কী করতে পারি? আমি পারি কেবল রান করতে। বেশি বেশি ভালো ইনিংস খেলতে। তখন সে আমাকে কিছু পরামর্শ দেয়। এরপর আমাকে সুযোগ দেওয়া হল। আমি আমার চেষ্টাটা করলাম এবং সফল হলাম।’

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন