সিলেটকে ৯১ রানে গুটিয়ে দিলো রাজশাহী

  13-12-2019 03:34PM

পিএনএস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস। এ ম্যাচে রাজশাহীর বোলিং তোপে দাঁড়াতেই পারেনি সিলেট। ব্যাটিং ব্যর্থতায় অল্প রানেই গুটিয়ে গেছে সিলেট। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ১৫.২ ওভারে মাত্র ৯১ রানেই অল আউট হয়েছে মোসাদ্দেক হোসেনের দল।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে সিলেট। সোহাগ গাজীর জায়গায় দলে আসেন নাঈম হাসান। তবে আগের ম্যাচের উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রেখেই নামে রাজশাহী।

শুরুটা দুর্দান্ত হয় সিলেটের। মাত্র ৪ ওভারেই আসে ৩৫ রান। তবে এরপরই ধস নামে তাদের ইনিংসে। সিলেটের ডেরায় প্রথম আঘাত হানেন আন্দ্রে রাসেল। লেগ বিফোরের ফাঁদে ফেলে ১৭ রান করা রনিকে ফেরান তিনি।

বিপিএলের এই বিশেষ আসরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৫ উইকেটে হারে সিলেট। আর ঢাকা প্লাটুনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে রাজশাহী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন