ক্রিকেটাররা নিলেন দ্বিতীয় ডোজের টিকা

  10-04-2021 04:45PM

পিএনএস ডেস্ক : করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নিলেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তাইজুল, সাইফ, রাহীরা। রোববার বাকিরা টিকা গ্রহণ করবেন। এর আগে ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে ছিলেন মিরপুর শের-ই-বাংলায়।

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বীপরাষ্ট্রে দুইটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। বিসিবি থেকে আগেই জানানো হয়েছিল, শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ক্রিকেটাররা দ্বিতীয় ডোজের টিকা নেবেন। আজ থেকে শুরু হলো সেই প্রক্রিয়া।

এর আগে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা। সঙ্গে টিকা নিয়েছিলেন টিম বয় ও ম্যানেজমেন্টের সদস্যরাও।

নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে ক্রিকেটাররা টিকা নিচ্ছেন। শ্রীলঙ্কা সফরের জন্যই তাদের টিকা গ্রহণের সময় এগিয়ে আনা হয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘ক্রিকেটাররা যেহেতু সফরে থাকবেন এজন্য তাদের টিকা গ্রহণের সময় এগিয়ে আনা হয়েছে। সরকারী নির্দেশনা হিসেবে, এক থেকে তিন মাসের ভেতরেই নেওয়া যায়। আমরা দুই মাসের সময় চূড়ান্ত করেছিলাম। যেহেতু দল সফরে যাচ্ছে তাই তাদের টিকা আগেভাগেই দেওয়া হচ্ছে।’

করোনার প্রথম ডোজের টিকা নেননি মুশফিক, মাহমুদউল্লাহসহ আরও কয়েক ক্রিকেটাররা। চাইলে তারা প্রথম ডোজের টিকা এখন নিতে পারবেন। পরবর্তীতে তাদের দ্বিতীয় ডোজের টিকাও দেয়া হবে। এদিকে মোস্তাফিজুর রহমানে আইপিএল খেলতে ভারতে। প্রথম ডোজের টিকা দিলেও আপাতত তার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সুযোগ নেই। বিসিবির চিকিৎসক জানালেন, আইপিএল শেষ করে দেশে ফিরে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন বাঁহাতি পেসার।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন