এবার বিস্ফোরণে পুড়ল আইফোন-৭

  22-10-2016 04:23PM

পিএনএস ডেস্ক: প্রযুক্তির বাজারে এখন আতঙ্কের নাম বিস্ফোরণ। স্যামসাং বিস্ফোরণের পর এবার বিস্ফোরণ হলো অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন-৭। বিস্ফোরণের পর পুড়ে যাওয়া আইফোনের ছবি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার এক ব্যক্তি।

ম্যাট জোনস নামে ওই ব্যক্তি জানিয়েছেন, পার্কিং করা একটি গাড়িতে কাপড়ে মুড়িয়ে আইফোনটি রেখে সমুদ্রে সার্ফিং করতে যান তিনি। কিছুক্ষণ পর এসে দেখেন গাড়ির ভেতর ধোঁয়ায় ভরে গেছে। এসময় আইফোনটিও জ্বলতে দেখেন তিনি।

বিশেষজ্ঞরা জানান, চার্জিংয়ের সময়ও আইফোন যথেষ্ট ঠাণ্ডা থাকে। তাই আইফোন বিস্ফোরণের ব্যাপারটি তাদের কাছে স্পষ্ট নয়।

এদিকে ফোন বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে অ্যাপল। তারা বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছে।

গত কয়েক মাসে সবচেয়ে আলোচিত ছিল স্যামসাং-এর গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণ। এই কারণে অনেক বিমান সংস্থা গ্যালাক্সি নোট-৭ ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি স্যামসাংয়ের এই ফোন বাজার থেকে তুলে নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন