মোবাইল ফোনে টাকা লেনদেনে গাইড লাইন

  19-12-2016 06:33PM

পিএনএস: মোবাইল ফোনে টাকা লেনদেনের জন্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক একটি গাইড লাইন প্রণয়ন করেছে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সার্ক ফাইন্যান্স সেমিনার অন ইমপ্যাক্টস অব মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন দ্য সার্ক রিজিওন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
ফজলে কবির বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা দিন দিন বাড়ছে। এ সময়ে মোবাইল ফোন টাকা পাচারের বড় হাতিয়ার হতে পারে। এর সাথে তাল মিলিয়ে বাড়ছে আর্থিক জালিয়াতি ও প্রতারণা। এটি প্রতিরোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর সাথে সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বর্তমানে দেশে ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহক আছে। এর মধ্যে মাত্র ৩ কোটি ৯০ লাখ গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে। এছাড়া ২০১৫ সালের হিসাব অনুযায়ী দক্ষিণ এশিয়ায় এ খাতে ১০ কোটি ২০ লাখ গ্রাহক আছে। যার মাত্র ২৫ শতাংশ সক্রিয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন