গ্রহণ ছাড়াই সূর্যকে দেখবে আদিত্য

  29-12-2023 08:57PM

পিএনএস ডেস্ক: সূর্য-পৃথিবী সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১ (এল১)-এ আগামী ৬ জানুয়ারি পৌঁছাবে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১। এরপর স্যাটেলাইটটি কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে দেখতে সক্ষম হবে। এ কথা জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ ৷

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘আদিত্য এল ১ প্রায় পৌঁছে গেছে। ছয় জানুয়ারি বিকেল চারটায় ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছাবে আদিত্য এল ১। আমরা আদিত্য এল- ১এর ইঞ্জিন খুব নিয়ন্ত্রিতভাবে পোড়াব, যাতে এটি হ্যালো অরবিট নামে কক্ষপথে প্রবেশ করে।’

সোমনাথ এ দিন বলেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সৌর মিশনটি এই বছরের সেপ্টেম্বরে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছনোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এমন একটি অঞ্চল, যেখানে পৃথিবী এবং সূর্যেরৎ মধ্যে মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হবে। সম্পূর্ণ নিরপেক্ষকরণ সম্ভব নয় কারণ চাঁদ, মঙ্গল, শুক্রের মতো অন্যান্য গ্রহ ও উপগ্রহগুলি রয়েছে।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন