ঝালকাঠিতে শিব চতুর্দশীতে মাঙ্গলিক অনুষ্ঠান

  25-02-2017 10:49PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের ৩য় আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামে ঐতিহ্যবাহী শিব বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে মাঙ্গলিক আচার-অনুষ্ঠান আর ব্রত পালন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে বসেছে তিনদিন ব্যাপি মেলা।

শনিবার সকালে থেকে দিন ব্যাপি এসব অনুষ্ঠানের মধ্যে শীব দর্শন, পূন্যস্নান, পূজার্চনা, মানত পূরণ, শিশুদের চুল কাটানোসহ বিভিন্ন ধর্মীয় ব্রত পালন। ধর্মীয় এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিববাড়ি মন্দির চত্বরে তিনদিন ব্যাপি গ্রামীন ঐত্যিহ্যের আয়োজন নিয়ে মেলাও বসেছে।

৩’বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর শিব চতুর্দশীতে এখানে এ আয়োজন হয়ে আসছে। শুক্রববার সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানমালা শনিবার দিবাগত রাতে পূঁজার্চনার মধ্য দিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে মেলা চলবে রোববার পর্যন্ত।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন