ঝালকাঠিতে গণধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

  01-03-2017 06:35PM

পিএনএস: ঝালকাঠিতে ডাকাতি ও গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নলছিটি পৌর এলাকার মল্লিকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান হাওলাদার (২৩) ও সূর্যপাশা গ্রামের আশ্রাব আলী হাওরাদারের ছেলে রুবেল হাওলাদার (২৭)।

অতিরিক্ত পিপি এম আলম খান কামাল জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বেলায়েত হোসেন কাজির বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতরা তার মেয়েকে ধর্ষণ করে।

এ ঘটনার দুদিন পর ৬ সেপ্টেম্বর ৮ জনকে অভিযুক্ত করে বাবা বেলায়েত কাজি বাদী হয়ে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ছয়জনকে খালাস দেন আদালত।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন