দিনাজপুরে চিকিৎসকদের (বিএমএর) মানববন্ধন

  26-05-2017 09:12PM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এর বর্হি বিভাগের সম্মুখ সড়কে ২৫মে বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখা আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চিকিৎসকদের অযথা হয়রানির বিরুদ্ধে “রুখে দাঁড়াও বাংলাদেশ” শ্লোগানকে সামনেরেখে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বিএমএ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ এস এম ওয়ারেশ আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ বি.কে বোস এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরুল আহসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ শাহাদৎ হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ নুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শামী আরা জাহান, বিএমএ’র কোষাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, বিএমএ’র যুগ্ম সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ডাঃ জাহানারা বেগম মুন্নি, সদর হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ওয়াহেদ, বিএমএর সদস্য এম আব্দুর রহিম মেডিকেল কলেহ হাসপাতালের সহযোগ্য অধ্যাপক ডাঃ আব্দুস সালাম, ইন্টার্ণ চিকিৎসক কো অর্ডিনেটর ডাঃ সারওয়ারুল মুক্তা, প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ মে মঙ্গলবার রাতে ঢাকা গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালে একজন মহিলা রুগীর মৃত্যুকে কেন্দ্র করে সেন্ট্রাল হাসপাতালে কতিপয় সন্ত্রাসীরা হাসপাতাল ভাংচুরসহ রোগীর লোকজন হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল কাসেম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ সহ ৯ জনের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করার দাবীতে বিএমএ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী এই কর্মসূচীর আহবান করেছে। বিএমএ’র মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের একটাই দাবী চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল। এব্যাপারে মানববন্ধন কর্মসুচীতে বক্তারা চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের সুরক্ষা আইন প্রনোয়নের দাবী জানান সরকারের প্রতি।

বক্তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং চিহ্নিত সন্ত্রাসীদের তদন্ত সাপেক্ষে বিচার না হয় ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের চিকিৎসকরা আন্দোলনের ডাক দিবে দিনাজপুর বিএমএ সেই কর্মসুচী বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন