নাসিরনগরে কলেজছাত্রী অপহরণ নয়, প্রেম-অত:পর বিয়ে

  26-05-2017 10:39PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চিতনা গ্রাম থেকে কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় দায়ের করা অভিযোগ চ্যালেঞ্জ করেছে ওই ছাত্রী। সে জানায় অনেক দিনযাবৎ দুজনের মাঝে প্রেমের সম্পর্ক চলে আসছে। একে অপরকে ভালবেসে প্রেমের টানে ফাড়ি জমায় অজানার উদ্দেশ্যে।

গত ২৪ মে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ লোটারী পাবলিকের মাধ্যমে পরে ৯নং নাটাই কাজী অফিসে গিয়ে ৯ লক্ষ ১ হাজার ১ শত ১১ টাকা কাবিনমূলে উভয়ের মাঝে বিবাহ সম্পন্ন হয়। ২৫মে ওই ছাত্রী স্বেচ্ছায় থানায় হাজির হয়ে তাকে অপহরণ করেনি, তারা একে অপরকে ভালবেসে বিয়ে করেছে মর্মে লিখিত অঙ্গিকারনামা দিয়ে স্বামীর জিম্মায় চলে যায়।

থানা পুলিশের এস, আই মোঃ মিজানুর রহমান জানান দুজনেরই বিয়ের বয়স হয়েছে। তারা একে অপরকে ভালবেসে বিয়ে করেছে। বিবাহের যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র থানায় এবং মেয়ের স্বেচ্ছায় অঙ্গিকারনামা প্রদান করায় আর কোন আইনি জটিলতা রহিল না।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন