বিষ প্রয়োগে ৩ লাখ টাকার পোনা নিধন

  18-06-2017 05:15AM



পিএনএস ডেস্ক: নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার রেনু পোনা নিধন করেছে কতিপয় দৃবৃর্ত্তরা।

গত বৃহস্পতিবার উপজেলার কাটরাশইন দক্ষিণপাড়া গ্রামে দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কাটরাশইন গ্রামের আব্দুস সামাদ সিপাইয়ের ছেলে মন্টু সিপাই প্রায় ১০ বছর যাবত ওমরপুর মৌজায় অবস্থিত কাটরাশইন দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত প্রায় ২ বিঘার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছে।

কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে কতিপয় দুবৃর্ত্তরা সেই পুকুরে বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে মাছ চাষী মন্টু সিপাই পুকুরে গিয়ে দেখতে পান তার পুকুরের রেনু মাছসহ পোকা-মাকড় মরে পানিতে ভেসে আছে।

এতে তার পুকুরে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। কতিপয় দুবৃর্ত্তরা পূর্বপরিকল্পিত ভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে মন্টু সিপাই জানান।

তিনি আরো জানান কতিপয় দুবৃর্ত্তরা বিগত দিনেও তার অন্যান্য পুকুরে একই ভাবে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকা মাছ নিধন করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমার কোন কিছু জানা নেই তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন