সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  19-07-2017 11:58AM

পিএনএস, নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোর ৫টার দিকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি হলেন সাপাহার উপজেলার বিলাতপুর কলমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুব আলম (২৫) এবং একই উপজেলার দারিয়াপাড়া গ্রামের মৃত: জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হোসেন (৪০)।

এ বিষয়ে নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। মামলা দিয়ে ভারতের মালদোহ জেলার বামনগোলা থানায় তাদের সোপর্দ করা হবে আমাদের জানানো হয়েছে। তাদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহবান জানিয়ে সকাল সাড়ে ১০টার দিকে চিঠি দেওয়া হয়েছে। এখনো তারা (সকাল ১১টা পর্যন্ত) চিঠির জবাব দেয়নি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন