সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি খাদ্য সংকটে বানভাসি মানুষ

  16-08-2017 05:08PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত কয়েকদিনের বর্ষণ ও বন্যায় নয়টি ইউনিয়নের বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়। এতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

বুধবার থেকে তিস্তা নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যা কবলিত মানুষের দুভোর্গ কাটেনি। বানভাসি মানুষেরা গরু, ছাগল, হাঁস-মুরগী নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নিলেও খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ পত্র প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় চরম দুভোর্গ দিন কাটাচ্ছেন বানভাসি মানুষের।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন