২৭ হাজার পরিবার পানিবন্দি, রাজবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি

  18-08-2017 12:08PM


পিএনএস, রাজবাড়ী: রাজবাড়ীতে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ১৪ সেন্টিমিটার। যা কি না আজ শুক্রবার সকাল পর্যন্ত বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার কারণে রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল গতকাল বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়ে গেছে। অপরদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী ও বাঁধের ভিতরের বসবাসরত নিম্নাঞ্চলের প্রায় ২৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়াসহ অনেক প্রতিষ্ঠানে চরমভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।

ইতিমধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন দূর্গতদের তালিকা প্রস্তুত করে ত্রাণ দিতে শুরু করেছে বলে জানা গেছে। এছাড়াও খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।

এদিকে গত কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধিতে দূর্গতরা পরিবার পরিজন ও গবাদী পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২০ আগষ্ট পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারা সার্বক্ষণিক নজরদারি করছেন।

সেই সাথে দূর্গতদের জন্য ১৫৬.৫১০ মেট্রিক টন ত্রাণের চাল ও নগদ অর্থ দুই লাখ টাকা প্রদানের ব্যবস্থা করেছেন। যা দূর্গতদের হাতে পৌঁছে দেবার কাজ শুরু করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন