গোবিন্দগঞ্জে দুটি বাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত

  19-08-2017 01:51AM



পিএনএস, গাইবান্ধাঃ গাইবান্ধায় করতোয়া ছাড়া সব নদ-নদীর পানি প্রতিদিনই কমছে। গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর বাঁধ ও বাঙ্গালী নদীর বাঁধ ভেঙে শুক্রবার ৩০ গ্রাম প্লাবিত হয়। এদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে জিনাত হোসেন (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের শিবশহর গ্রামে এ ঘটনা ঘটে। জিনাত ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় করতোয়ার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তামুখ ঘাটে ব্রহ্মপুত্রের পানি ২০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি শহর পয়েন্টে ২৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে তিস্তার পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার নিচে রয়েছে।

গোবিন্দগঞ্জে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে দশ গ্রাম প্লাবিত হয়। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের হাওয়াখানা নামক স্থানে শুক্রবার বাঁধটি ভেঙ্গে যায়। ফলে উপজেলার দক্ষিণ ফুলবাড়ি, উত্তর ফুলবাড়ি, সোহাগী, রঘুনাথপুর, ফতেউল্যাপুর, কুন্দরপাড়া, লোনতলা, চক মাখড়া ও মাখড়াসহ ১০টি গ্রামের ২০০ হেক্টর বিভিন্ন ফসলী জমি এবং ঘরবাড়ি প্লাবিত হয়। এর আগে সকালে একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া এলাকায় বাঙ্গালী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ৬ টি ইউনিয়নের ২০টি গ্রামের অসংখ্য ঘরবাড়ি সহ কয়েশ একর আবাদি জমি পানিতে ডুবে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রুহুল আমিন জানান, বাঁধ ভাঙ্গন এলাকার ক্ষতির পরিমান নিরূপন করতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন