সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

  19-08-2017 12:39PM

পিএনএস, নাটোর:আত্রাই নদীর পানি বাড়তে থাকায় নাটোরের সিংড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার সকালে পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

আত্রাইয়ের পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। নতুন করে পাঁচ হাজারসহ মোট সাত হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নওদাপাড়া এলাকায় সিধাখালী নদীর বাঁধ ভেঙে তেমুক নওদাপাড়া বিলের প্রায় ৮০০ বিঘা জমির ধান তলিয়ে গেছে। এ ছাড়া বারনই নদীর পানি বেড়ে নলডাঙ্গা উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে শুক্রবার বিকেলে সিংড়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন