পুলিশকে পিটালেন ছাত্রলীগ!

  20-11-2017 08:02PM

পিএনএস পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সোমবার ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা কেন্দ্রে সোনাতলা উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের ঢুকতে না দেওয়ায় শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে বেদড়ক পিটিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতারা। এসময় পুলিশ ২জনকে আটক করলেও পরে ১জনকে ছেড়ে দেয়।

জানা যায়, সকালে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা শুরু হওয়ার পর পরই নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের ছোট-ভাই নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সস্পাদক আরমান হোসেন মানিকের নেতৃত্বে ৭/৮জন নেতা-কর্মী সোনাতলা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ঢুকার চেষ্টা করে।

এসময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিক ঢুকতে বাধা দিলে আরমানসহ কয়েকজন মিলে পুলিশকে বেধড়ক পিটিয়ে জখম করে। খবর পেয়ে সাঁথিয়া-বেড়া এএসপি সার্কেল আশিস বিন হাসান ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে চাপ সৃষ্টি করায় চেয়ারম্যান হারুন অর রশিদ এর ভাই আরমান হোসেন মানিককে (২২) ও ভাতিজা রাকিবুল হাসানকে (১৬) পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদের পর রাকিববুলকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে এএসপি সার্কেল আশিস বিন হাসান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন মানিককে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন