পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ দখল উচ্ছেদ

  21-11-2017 08:24PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার ঐতিহ্যবাহী বাণিজ্যিক উপশহর কপিলমুনি বাজারের ভ্রাম্যমাণ আদালত সদ্য খননকৃত কপোতাক্ষ নদের তীরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজষ্ট্রিটে আব্দুল আওয়াল। উচ্ছেদ অভিযানে মোস্তাক, শিলা বেগম, নুরবক্স গাজী, ঝর্ণা বেগম, ইবাদুল খাঁ ও কদভানু বেগম কর্তৃক অবৈধ দোকানঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। বাজারের অব্যবস্থাপনা আর অবৈধ দখলদারদের দৌরাতœ নিয়ে সাধারণ ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখাদেয়। এর জেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল মুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা, পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, এ এস আই জাহাঙ্গীর ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইউনুচ মোড়ল, আঃ আজিজ ও গাজী আলাউদ্দিন। পরে বাজারের ভিতর চলাচলের পথ পরিষ্কার রাখতে দোকানদারদের নির্দেশ দেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন