শেরপুরে সেরা জাতের হাইব্রিড বেগুন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠান

  17-01-2018 05:31PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় সেরা জাতের বেগুন নিয়ে মাঠ দিবস করা হয়েছে।

গেটকো এগ্রো ভিশন লিমিটেড আয়োজিত গত মঙ্গলবার বিকেলে উপজেলার মহিপুর বালাপাড়া মাঠে এই মাঠ দিবসস অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বেগুন চাষি রইচ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, গেটকোর জেনারেল ম্যানেজার কৃষিবিদ গোলাম মোর্শেদ ফারুক, সেরা জাতের বেগুনের উদ্ভাবক এ জেড এম খোরশেদ আলম চৌধুরী বাবলা, প্রডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জহুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার শামীম আল মামুন, প্রডাকশন ম্যানেজার নুরুন্নবী তালহা, মার্কেটিং অফিসার আল আমিন, জাহিদুল হক, নূর আহমেদ মুক্তা, বেগুন চাষী মো. নজরুল ইসলাম, বীজ ডিলার পলাশ দত্ত, নার্সারী মালিক হারেজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

মাঠ দিবস অনুষ্ঠানে আয়োজকরা জানান, সেরা জাতের প্রতিটি বেগুনের ওজন হয় প্রায় ৩৫০ থেকে ৪০০ গ্রাম। বেগুনে বীজের পরিমান কম থাকায় খেতে সুস্বাদু। রং আকর্ষণীয় ও উজ্জ্বল থাকায় বাজারে বেশ চাহিদা থাকে। অন্যান্য জাতের চেয়ে ফলন বেশী এবং রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় কৃষকরা এ জাতের বেগুন চাষ করে অধিক লাভবান হতে পারেন বলে তারা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন