উৎসাহ উদ্দীপনায় পুরাতন বাজারের ত্রি-বার্ষিক নির্বাচন

  21-01-2018 10:01PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ঐতিহ্যবাহি পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার গাইবান্ধা পাবলিক মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ, উদ্দীপনায় ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করে।

উল্লেখ্য, নির্বাচনে ৭শ’৭৭ জন ভোটারের মধ্যে ৭শ’ ৫০ জনের ভোট প্রদান করে। নির্বাচনে ১২টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছে- সভাপতি মো. সেকেন্দার আলী (৩০৩) ভোট, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম লুলু (২৬৪), সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজু (৫৫৮), সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ (৩৭১), সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী (৩৫০), অর্থ সম্পাদক মো. মঞ্জু মিয়া (৩৬৭), আইন বিচার ও শালিস বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী (৩৭৪), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন দুখু (৪৩৭), ধর্ম পরিবেশ ও শৃংখলা বিষয়ক সম্পাদক লাইজু মিয়া (১৯২), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি (৩৫৭), কার্যনির্বাহী সদস্য গৌর চন্দ্র দাস (৩৭৬), মো. মতিন ফকির (৩৬৭), নুর মোহাম্মদ (৩০৮), আরজু মিয়া (২৯৩), ইব্রাহিম আলম আকন্দ (২৯০), রবিউল ইসলাম রনি (২৮৫)।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন