বেনাপোলে ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

  16-04-2018 09:39PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী কমিউটার ট্রেন থেকে বিপুল পরিমান ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে নাভারন রেলস্ট্রেশনে ট্রেন থামিয়ে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় কাপড় জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সূত্রে জানা যায় খুলনাগামী কমিউটার ট্রেনে বেনাপোল থেকে ভারতীয় কাপড় পাচার করা হচ্ছে। এমন সংবাদে বেনাপোল থেকে ১২ কিলোমিটার দূরে নাভারন রেল স্ট্রেশনে ট্রেনটি থামিয়ে তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন কাপড় জব্দ করা হয়। তবে মালামালগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। জব্দকৃত কাপড়ের অনুমানিক মূল্য ৬ লাখ টাকা। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন