পাঁচদিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল স্থলবন্দর

  13-06-2018 12:56PM


পিএনএস, বেনাপোল থেকে এম এ রহিম: ঈদ উপলক্ষে স্থলবন্দর বেনাপোলে শুরু হয়েছে অঘোষিত ছুটি। ৫ দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল। বুধবার লাইলাতুল কদরের বন্ধে স্থলবন্দরে আমদানি রফতানি বাণিজ্য রয়েছে বন্ধ। ফলে দু’পার বন্দর সড়কে আটকা পড়েছে কয়েশ’ আমদানি রফতানিবাহী ট্রাক। পচনশীল পন্য ক্ষতিগ্রস্তের আশঙ্ক্ষা করছেন ব্যবসায়ীরা। তবে চেকপোষ্ট কাষ্টম, ইমিগ্রেশন রয়েছে খোলা। পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।

বেনাপোল বন্দর পরিচালক আমিনুর রহমান জানান, ১৩ জুন লাইলাতুল কদরের বন্ধ, বৃহস্পতিবার বন্দর সচল থাকলেও শনি রবি ও সোমবার সরকারি বন্ধ। শুক্রবার কাজ হবে কম। মঙ্গলবার থেকে যথা নিয়মে বন্দরের কাজকর্ম শুরু হবে বলে জানান তিনি।

বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও আমদানি রফতানি কারক সমিতির যুগ্ম সম্পাদক মহাসিন মিলন বলেন, টানা কয়েক দিনের বন্ধে পচনশীল পণ্য ক্ষতিগ্রস্ত হবে। ডেমারেজ গুণতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বৃহস্পতিবার রাত দিন বন্দরে কাজ চলবে বলে জানান তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন