বরগুনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

  14-08-2018 11:25AM


পিএনএস, বরগুনা: বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল রেশমা আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রী। সোমবার রাত সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালতে কনের মা ও মামাকে জরিমানা করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হুমায়ূন কবির জানান, উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামের কালু ফরাজীর মেয়ে রেশমা আক্তার কাঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাকে উপজেলা কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. হানিফা (১৭) এর সাথে বিয়ের আয়োজন চলছিল।

এ সংবাদ পেয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মুনিরা ইয়াসমীন খুশি, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর হোসেন আকন ও সাংবাদিক এএসএম জসিমকে নিয়ে কাঠালতলী ইউনিয়ন পরিষদে কনের মামা ও কনেকে উপস্থিত করে বিয়ের আনুষ্ঠানিকতা ভেঙ্গে দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে কনের মা হোনেয়ারা বেগমকে ২শ’ টাকা ও মামা মারুফকে ২শ’ টাকা জরিমানা করে মুছলেকা রেখে ছেড়ে দেয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন