নাটোরে গ্রেনেড উদ্ধার

  22-09-2018 02:47PM


পিএনএস, নাটোর: নাটোর শহরের মাদ্রাসামোড় এলাকা থেকে আরো একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার একই স্থান থেকে আরো একটি গ্রেনেড উদ্ধার করা হয়। দু’টি গ্রেনেডই মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, শনিবার সকালে ওই এলাকার নির্মাণাধীন সড়কের একটি ড্রেনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি গ্রেনেড দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করা হয়। সেটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ টিমকে খবর দেয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ‘ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি অপসারণ করার কাজ করছিল। এসময় তারা একটি গ্রেনেড দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন