রামপালে ইউপি সদস্য কর্তৃক স্কুলের কম্পিউটার অপারেটর আহত

  11-12-2018 09:52PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কর্তৃক একটি স্কুলে সুমন কুমার সরকার (২৫) নামের এক কম্পিউটার অপারেটরকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বর্নি ছায়রাবাদ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নিম্নমান সহকারি কাম-কম্পিউটার অপারেটর সুমন কুমার সরকার স্কুলের ব্যবহৃত পানির পাম্প থেকে পানি তুলছিলেন। এসময় ছাদের রিজার্ভ ট্যাংকি থেকে অতিরিক্ত পানি মাঠে পড়ে মাঠ ভিজে যাওয়ার অপরাধে বর্নি গ্রামের মৃত হাদী মুন্সীর পুত্র ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনামুল হক মুন্সীসহ তার সহযোগীরা সুমনকে আটকে রেখে দুই দফা মারপিট করে জীবন নাশের হুমকি দেন। খবর পেয়ে রামপাল থানার ওসির নির্দেশে গৌরম্ভা ফাড়ির এসআই মহিদুল হক তাকে উদ্ধার করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন