আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ

  25-03-2019 09:54PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে মঙ্গলবার একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর ‘২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বন্ধ ঘোষণা করা হয়।

তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশে পাসপোর্ট-ভিসাধারী যাত্রী এপার ওপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে মঙ্গলবার সব ধরণের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেয়া হয়। পরদিন ২৭মার্চ বুধবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চলবে বলে জানান তিনি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আব্দুল হামিদ জানান, স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন