ডিমলা তিস্তার বিপদসীমার উপরে পানি প্রবাহ

  13-07-2019 08:29PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসার ঢল অব্যাহত থাকায় বৃহত্তর উত্তরবঙ্গে খরস্রোত তিস্তা নদীর উদর বেসামাল হলে তিস্তা নদীর বিপদ সীমার ৫২ সেঃ মি উপর দিয়ে বয়ে যায় পানি। যার ফলে তিস্তাসহ নদ-নদীগুলোর পানি বেড়েই চলছে । এতে পানিবন্দি হয়ে পরে ১ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন ৯ শত , ৯ নং টেপাখড়িবাড়ী ২ হাজার, ৫ নং গয়াবাড়ী ২ শত , ৭ নং খালিশা চাপানী ১১ শত, ৪ নং খগাখড়িবাড়ী ৪ শত এবং ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৭ শত পরিবার ।

উক্ত ইউনিয়নগুলোর মধ্যে ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে নৌকা যোগে ১৩ জুলাই দুপুর ১ টায় পানি বন্দী পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করলেন পানি সম্পদ মন্ত্রাণলেয়ল সচিব কবির বিন আনোয়ার ।

এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহীনুর আলম, মোঃ আজহারুল ইসলাম (সার্বিক) , উত্তর অঞ্চল তত্বাবধায়ক প্রকৌশলী (বাপাউবো) জোতি প্রসাদ ঘোষ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এ হায়াত, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নূর-ই-আলম সিদ্দিকী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেজবাহুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী মো: ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান মো: আমিনুর রহমান, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন