সরাইলে সরকারি পুকুর থেকে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  20-10-2019 08:31PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা চুন্টা ইউপি (উঃ কাচারী পাড়া) সরকারি খাস পুকুরে জাল দিয়ে মাছ ধরার অপরাধে কাচারী পাড়ার বাসিন্দা মৃত সুলাইমান, এর স্ত্রী শামসুন্নাহার ও তার সহযোগীদের চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন মিয়াকে, নিয়ে গভীর রাত্রে চুরি করে সরকারি পুকুর থেকে মাছ ধরার অভিযোগে, শামসুন্নাহারকে ১০০০০ টাকা জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট, ফারজানা প্রিয়াঙ্কা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী স্থানীয় ভূমি অফিসের স্টাফ মাছ মারা অবস্থায় জাল এনে জব্দ করে জালসহ যা স্থানীয় ভূমি অফিসে আটকে রাখেন তথ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০০০ টাকা জরিমানা করে।

সূত্রে জানা যায়, সরাইল উপজেলা চুন্টা মৌজা , ১ নং খতিয়ানভুক্ত বিএস দাগ নং ৪৮১৭, ৪৮১৯ ও ৪৮২০ দাগের খাস খতিয়ান পুকুর ৬৫ শতাংশ। ১৯ শে অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে দুপুর ১.৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালতে, মামলা নং ৬২ / ১৯ ইং দন্ডবিধি ১৮৬০ ইংরেজি সনে ২৯১ ধারা ভঙের অপরাধ করায়, ১০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন