লক্ষ্মীপুরে সরকারী ভাবে আমন ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন

  14-12-2019 05:11PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সরকারী ভাবে আমন ধান ক্রয় অভিযান উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহেদ উদ্দিন আহমদ, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামীম পাঠান, উপ-পরিদর্শক মাইন উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ধান ক্রয় অভিযান শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জানা যায়, সদর উপজেলার টুমচর, শাকচর, চর রমণী মোহন ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভায় লটারীর মাধ্যমে ৮৯২ জন কৃষকদের মধ্যে ৭১১ জন কে নির্বাচিত করে ধান ক্রয় অভিযান শুরু করা হয়। এতে ২৬ টাকা ধরে একজন কৃষক সর্বোচ্ছ ২৫ মণ ধান ক্রয় করতে পারবে।

সরকারী নিয়ম মেনে ধান ক্রয় করার পর কৃষকদের ব্যাংক হিসাবে টাকা প্রদান করা হবে।

পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন সমূহে এ কার্যক্রম লটারী মাধ্যমে শুরু হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন