৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি, ডিলারের করাদণ্ড

  15-12-2019 04:59PM

পিএনএস ডেস্ক :ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকায় বাজারে বিক্রির দায়ে এক ডিলারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ডিলার আশরাফুর সদর উপজেলার রুহিয়া এলাকার বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যায় আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ বিক্রি করছিলো ৮০ টাকায়। স্থানীয়রা অভিযোগ করলে আজ সকালে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন