নাটোরের দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

  16-01-2020 03:19PM

পিএনএস ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পার গুরুদাসপুর পূর্ব পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম অব. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলীর স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও প্রতিবেশীরা জানান, উপজেলার পার গুরুদাসপুর পূর্ব পাড়ার অব. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলী তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে তাদের নিজ বাড়িতে বসবাস করে আসছিল। প্রতিদিনের মত আজও ভোর ৬টার দিকে নামাজ পড়তে মসজিদে যান বৃদ্ধ হাতেম আলী। এরপর তার বাড়ির ভিতর থেকে চিৎকার ও গোঙ্গানীর শব্দ শুনতে পেয়ে পাশের বাড়ির লোকজনসহ অন্যান্য প্রতিবেশীরা বাড়িতে গিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে।

বৃদ্ধার গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন