ডিমলায় মসজিদ ভিত্তিক পুলিশের আলোচনা সভা

  15-02-2020 08:10PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “পুলিশেই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগান করে বাংলাদেশ পুলিশ বাহিনী আর.আর.এফ রংপুর রেঞ্জ, রংপুর ডিআইজি দেবদাস ভট্টাচার্য ঘোষিত মদ, জুয়া, ক্রিকেট বাজি, মোবাইল গেম, ইয়াবা, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দ্বাঁড়াতে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনার লক্ষে মসজিদ ভিত্তিক পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বাদ মাগরিব নীলফামারী ডিমলা উপজেলা নাউতারা বাজার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে পবিত্র কোরআনের আলোকে উপরিউল্লিখিত বিষয়ের উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, এ.এস.আই আমির উদ্দিন, (আর.আর.এফ রংপুর রেঞ্জ) বাংলাদেশ পুলিশ।

এতে আরো উপস্থিত ছিলেন, ডিমলা থানা সাব-ইন্সেপেক্টর রেজাউল ইসলাম, উক্ত মসজিদ খতিব মাওঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আজিজুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী সানু, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রদর্শক মোখছেদুল ইসলাম (মন্ডল), কওমি শিক্ষক ক্বারী মতিউর রহমান, প্রমূখ।

বক্তার বক্তব্যের আলোকে উপস্থিত মুসল্লিগণ সমাজে এ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে স্বচ্ছার হওয়ার আগ্রহ পোষণ করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন