সিলেটে বিমানবন্দর থেকে হাসপাতালে লন্ডন ফেরত দম্পতি

  26-03-2020 07:04PM

পিএনএস ডেস্ক : শরীরে অতিরিক্ত মাত্রায় জ্বর থাকায় বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতাল কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বৃটেন ফেরত প্রবাসী দম্পতিকে। আপাতত সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাদের রাখা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়- দুপুর ১১ টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বৃটেন ফেরত ওই প্রবাসী দম্পতি। এ সময় থার্মোস্ক্যানারে পরীক্ষার সময় তাদের শরীরে অতিরিক্ত তাপমাত্রা ধরা পড়ে।

এ কারণে তাদের বিমানবন্দর থেকে সরাসরি শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন- জ্বর থাকার কারনে তাদের হাসপাতাল কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামীকাল তাদের দু’জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তারা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানান সিভিল সার্জন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন