ব্রাহ্মণবাড়িয়ায় হোম কোয়ারেন্টিনে ১১২৬ জন

  29-03-2020 07:22AM

পিএনএস ডেস্ক: ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।

শনিবার (২৮ মার্চ) তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি করোনাভাইরাসের প্রস্তুতিমূলক কার্যক্রমের খোঁজ খবর নেন।

আইসোলেশন ইউনিট পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৬০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এদের মধ্যে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৫২৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টিন না মানায় ২৫ জন প্রবাসীকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে ১ হাজার ১২৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। তবে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত হয়নি।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন