শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু, কয়েকটি বাড়ি লকডাউন

  30-03-2020 11:29AM

পিএনএস ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে আওয়াল পাগলা নামের এক ব্যক্তি জ্বর এবং শ্বাসকষ্টে ভুগে মারা গেছেন। তিন দিন অসুস্থ থাকার পর রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) রক্তের নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন-জানাজা হবে সাংবাদিকদের জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।

ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ইউএনও আরিফুর রহমান বলেন, ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন