ফায়ার সার্ভিসের উদ্যোগে নীলফামারীতে জীবানুনাশক স্প্রে

  07-04-2020 04:05PM

পিএনএস ডেস্ক : ফায়ার সার্ভিসের উদ্যোগে নীলফামারী বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। মঙ্গলবার জেলা শহরের প্রধান সড়ক, হাসপাতাল, সরকারী কলেজ সড়ক ছাড়াও বিভিন্ন সড়কে জীবানুনাশক পানি ছেটানো হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার আব্দুল খালেক।

তিনি জানান, প্রতিদিন দুটি গাড়িতে ছয় হাজার করে ১২ হাজার লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। এরফলে সড়কে থাকা জীবানু ধ্বংস হচ্ছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নীলফামারীর উপসহকারী পরিচালকের কার্যালয় সূত্র জানায়, ১০/১২ দিন থেকে জেলা সদর ছাড়াও উপজেলার সড়কগুলোতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। করোনা প্রভাবের কারণে পরিচ্ছন্নতা কর্মসূচি এখন জরুরি।

দফতরটি উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, প্রতিদিনই কোন না কোন সড়কে পানি দেওয়া হবে। প্রয়োজন যতদিন, ফায়ার সার্ভিস ততদিন এটি করবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন