লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২

  22-05-2020 04:02PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে জেলায় মোট আক্রান্ত ১৩৩ জন। এ ছাড়াও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন জেলায় মোট ৩৮ জন। তবে বেশীর মানুষ সামাজিক দূরত্বে মানছেনা।

জেলা সিভিল সার্জন ডা; আবদুল গফফার শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে ২২ জন করোনা আক্রান্তের খবর আমাদের কাছে এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩ জন।

এর মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, রামগঞ্জে ২৭ জন, রামগতি ১২ জন, কমলনগর ১১ জন ও রায়পুর উপজেলায় ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা এবং নারায়নগঞ্জ থেকে প্রতিনিয়ত মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করছে ।

অনেকে করোনা উপসর্গ নিয়ে প্রবেশ করার কারণে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দৃরত্ব বজার না রাখলে এ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। তিনি জেলার সকলকে সচেতন থেকে এই সংক্রমণ রোধে এগিয়ে আসার আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন