ডিমলায় ঈদের ৯ম দিনে ত্রাণ বিতরণ

  03-06-2020 04:04PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : দেশে চলমান অদৃশ্য কোভিড-১৯ প্রাদর্ভাব এড়াতে দূযোর্গ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নীলফামারী ডিমলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন ত্রাণ শাখার সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের ৯ম দিনে ৯ম তম ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

৩জুন সকাল ১১টায় ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ২২০জন অসহায় দরিদ্র মানুষের মাঝে নহদ অর্থ ৬০ টাকা, পরিবার প্রতি ১ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (লেলিন), ইউপি সচিব দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্যগণ। এছাড়াও উপজেলা প্রশাসন প্রেরিত ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়জুল বারি, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ঝেল্লাপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক সামসুল হক, পঁচারহাট সপ্রাবি প্রধান শিক্ষক আলমগীর কবির, ডিমলা নিজপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক আসাদুজ্জামান, কুমারপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায়, রামডাঙ্গা সপ্রাবি প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন রায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন