ডিমলায় টিউবওয়েল স্থাপন

  18-09-2020 08:00PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ছাতুনামা মহিলা এতিম খানা মাদরাসায় বিশুদ্ধ পানি সংকট নিরসনে ১৮ সেপ্টেম্বর সকালে টিউবওয়েল স্থাপন করা হয়।

স্থাপন কালে উপস্থিত ছিলেন, নাফিসা খান (একজন বাংলাদেশ) এর প্রেরিত প্রতিনিধি চলো স্বপ্ন ছুঁই নীলফামারী আহবায়ক মোহাম্মদ মিশুক আহম্মেদ বর্ষ, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আলী সানু, মাওঃ শফিকুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডিমলা পলিটেকনিক কলেজ রোভার স্কাউট সদস্য আওরঙ্গজেব জেবেল, সমাজ সেবক মোশারফ হোসেন প্রমূখ।

এ সময় চেয়ারম্যান বলেন, বিশুদ্ধ পানি নিরসনে শুধু ঢাকা থেকে এসে আপনারা আমাদের দোড়গোড়ায় যা স্থাপন করলেন তা সত্যি প্রশংসনীয়। আমি আশা করি তাদের এই মহতি উদ্যোগ আরো বেগবান ও প্রসারিত হউক ।

একজন বাংলাদেশ নাফিসা খান মুঠো ফোনে প্রতিবেদকে বলেন, আমি স্থানীয় সেচ্ছাসেবীদের মাধ্যমে বিষয়গুলো অবগত হয়েছি এবং একের পর এক জায়গায় পরিদর্শ করছি, উক্ত এলাকার সমস্যগুলো চিহ্নিত করে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রানন্তক চেষ্টা করছি ও করবো।

জুম‘আ নামাজ শেষে নাফিসা খান (একজন বাংলাদেশ) তাঁর ও তাঁর পরিবার বর্গের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন