কলমাকান্দায় ভাইকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু

  29-09-2020 08:00PM

পিএনএস ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ভাইকে ডুবতে দেখে আরেক ভাই বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের গুতমন্ডল গ্রামের দুলাল মিয়ার বাড়ির পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দুজন সম্পর্কে খালাতো ভাই।

নিহত শিশুরা হলো- একই গ্রামের দুলাল মিয়ার ছেলে মাহফুজ (৭) ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্শপাশা উপজেলার বংশীখুন্ডা ইউনিয়নের রৌহা আলমপুর গ্রামের শান্ত মিয়া (৭)। নিহত শিশু শান্ত মিয়া পরিবারের সঙ্গে বেশ কিছু আগে কলমাকান্দার গুতমন্ডল গ্রামে খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল। এ তথ্য নিশ্চিত করেছেন পোগলা ইউপি সদস্য মো. ফরিদ মিয়া।

স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে দিকে দুলাল মিয়ার বাড়ির পুকুর পাড়ে দুই খালাতো ভাই খেলা করছিল। খেলা করার একপর্যায়ে মাহফুজ পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় বেড়াতে আসা অপর খালাতো ভাই শান্ত মাহফুজকে পানি থেকে তুলতে গিয়ে দুজনেই ডুবে তলিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন দুই শিশুকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আমজাদ হোসেন দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার (ওসি) মো. মাজহারুল করিম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়েছে।

এ নিয়ে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলমাকান্দা উপজেলায় পনিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন