নাশতা নিয়ে অপেক্ষায় মা, ফিরল না আফরোজা

  25-10-2020 03:41PM


পিএনএস ডেস্ক: বাড়ির পাশেই একটি মাদরাসায় আরবি পড়তে যায় শিশু আফরোজা আক্তার (৯)। পড়া শেষে ফিরলেই মায়ের সঙ্গে আফরোজার নাশতা খাওয়া হয়। কিন্তু আজ রবিবার আর নাশতা খাওয়া হলো না আফরোজার। বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে প্রাণ গেল শিশুটির। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের দরিল্লা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবুল ইসলামের মেয়ে আফরোজা আক্তার নান্দাইলের দরিল্লা গ্রামে মামা বাড়ি থেকে পড়াশোনা করত। আজ ভোরে প্রতিদিনের মতো আরবি পড়তে যায় বাড়ির অদূরে একটি মাদরাসায়। পড়া শেষ করে সকাল ৮টার দিকে অন্যান্যদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় নান্দাইল তাড়াইল সড়কের দরিল্লা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে সড়কে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন