সরাইলে মাস্ক না পরায় ২৮ জনকে অর্থদণ্ড

  26-11-2020 10:40PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কোডিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শতভাগ মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন সরাইল উপজেলা প্রশাসন। সরাইলে মাস্ক না পরায় ২৮ জনকে ৫২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সরাইল সদর উচালিয়া পাড়া মোড় এলাকায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে কয়েকজন পথচারী, ব্যবসায়ী সহ অটোরিকশা চালককে রোগ সংক্রমণ (প্রতিরোধ) আইনে পৃথক ৫টি মামলায় ২৮ জনকে ৫২০০ টাকা জরিমানা করেন। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন