তিন গুণীজনের প্রয়াণে ব্রাক্ষণবাড়িয়ায় শোকসভা

  01-12-2020 03:19PM


পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাংবাদিক খন্দকার মনীরুজ্জামান, নাট্যজন আলী যাকের ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার কর্তৃক আয়োজিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগারের সদস্য সচিব ওয়াহিদ শামীম।

বক্তব্য রাখেন আলোচনা করেন জেলা উদীচী সভাপতি জহির উদ্দিন স্বপন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ওসমান গনি সজীব।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জাসদ সভাপতি এডভোকেট আবু সাঈদ খান, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার আহ্বায়ক আবদুন নুর, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, নারী নেত্রী নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্র মেত্রীর সভাপতি ফাহিম মুনতাসির।

উল্লেখ্য, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়ে গ্রামে, নাট্যজন আলী যাকেরের জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে ও সঙ্গীত ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের জেলা শহরের মধ্যপাড়ায়। তিনি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন