সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  27-01-2021 12:43PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শান্তিরাম ইউনিয়নের মোল্লাপাড়া যুব সংর্ঘের আয়োজনে গত সোমবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরাণ আশরাফুল ফুটবল একাদশ বনাম বাগানের হাট ফুটবল একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলার ফলাফল শূণ্য থাকায়, ট্র্যাইবেকারে পরাণ আশরাফুল ফুটবল একাদশ ৩-১ গোলে বাগানের হাট ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এর আগে ৩০ টি দলের খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণ উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা কামিটির আহবায়ক ও শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উদ্বোধক ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন। আরও বক্তব্য রাখেন দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম করিব মুকুল, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি সমস উদ্দন বাবু, ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল মালেক বাবলু, শ্রীপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক একেএম কামরুল হুদা রাজু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল মাজেদ মোল্লা, মামুনুর রশিদ দুলাল, মাহমুদুন্নবী সরকার চঞ্চল , সোহেল রানা মোল্লা প্রমুখ। পরে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও বিজীত দলকে একটি টিভি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলায় কমপক্ষে ৫ হাজার উৎসুক নারী ও পুরুষের ভীর লক্ষ করা গেছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন