সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাম্পসহ ১১টি মেশিন জব্দ

  02-03-2021 06:59PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাম্পসহ ১১টি স্যালো মেশিন জব্দ করেছে ভ্র্যামমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।

গত সোমবার রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরের মতিন সরকারের খেয়াঘাট থেকে পাম্পসহ ১১টি স্যালো মেশিন জব্দ করেন বিচারক। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা নদী পার হয়ে পালিয়ে যায়। যার কারনে তাদের নাম জানা যায়নি। এর আগে গত রোববার উপজেলার বেলকা ইউনিয়ন হতে পাম্পসহ ৪টি স্যালো মেশিন জব্দ করেন উপজেলা নিবার্হী অফিসার। গত এক বছরের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৩০০টি পাম্পসহ মেশিন জব্দ করা হয়। সহকারি কমিশনার ভুমি অফিসের সামনে জব্দকৃত পাম্প ও মেশিনের স্তুব যেন দেখারমত দৃশ্য হয়ে দাড়িয়েছে। উপজেলা নিবার্হী অফিসার জানান জব্দকৃত মেশিন নিল্যামে দেয়া হচ্ছে না। কারন ওই সমস্ত মেশিন দালালের মাধ্যমে ক্রয় করে নিয়ে গিয়ে আবারও বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলনে আগ্রহী হয়ে উঠবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন